শ্রীবরদীতে নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ শ্রীবরদী প্রতিনিধি ॥ নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন প্রতিরোধে সচেতনতার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে ওই সভা অনুষ্ঠিত হয়। থানা চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী। এসআই সাইফুল ইসলামের সঞ্চালনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সিংগবরুণা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ, ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক চন্দন কুমার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শনিবার উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে প্রত্যেকটি বিটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। Related posts:শেরপুরে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতনকলায় কলা গাছের ভেলা কেঁড়ে নিলো রিফাতের হাফেজ হওয়ার স্বপ্নশেরপুরের প্রবীণ আইনজীবী নজরুল ইসলাম আর নেই Post Views: ৩২৫ SHARES শেরপুর বিষয়: