শেরপুরে ৫১ লক্ষ টাকা মূল্যের হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

শেরপুরে ৫১০ গ্রাম হিরোইনসহ মোঃ শামীম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। ২ অক্টোবর সোমবার বিকেলে সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের মূল্য প্রায় ৫১ লক্ষ টাকা। মাদক ব্যবসায়ী শামীম হোসেন, নওগাঁ জেলার পোরশা থানার খরপা বাজার এলাকার মোঃ ফিরোজ আলী পুত্র। ৩ অক্টোবর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার বিকালে র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়কের নির্দেশক্রমে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজারস্থ তিন রাস্তার মোড় সংলগ্ন মেসার্স সোহান-জুঁই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। ওই চেকপোষ্ট পরিচালনাকালে ৫১০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেনকে আটক করা হয়। যার অবৈধ বাজার মূল্য অনুমান ৫১ (একান্ন) লক্ষ টাকা। ওইসময় আসামীর কাছ থেকে একটি এ্যান্ড্রয়েড OPPO মোবাইল ফোন সীমসহ এবং নগদ-২৯৩০/-টাকা উদ্ধার জব্দ করা হয়।


র‌্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসতেছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করা হয়েছে।