ঝিনাইগাতীতে নিখোঁজের ২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩ শেরপুরে নিখোঁজের দুইদিন পর আরব আলী (২১) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইগাতীর রাংটিয়া খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাই করতে তাঁকে খুন করা হয়েছে। নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার আব্দুছ ছালামের ছেলে। নিহতের পরিবার জানায়, বনগাঁওয়ের নিজ বাড়ি থেকে গত শনিবার সন্ধ্যায় আরব আলী তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারের সদস্যরা। সোমবার সকালে ওই এলাকার স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে আরব আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও আরব আলীর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও শনাক্ত করে। নিহতের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্নসহ পেটে ছুরির আঘাত রয়েছে। শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, ‘ছিনতাইকারি চক্র আরব আলীর অটোরিকশাটি ছিনতাই করতেই এমন নির্মম ঘটনা ঘটিয়েছে।’ ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে পুলিশ খুনি খুঁজতে মাঠে নেমেছে।’ Related posts:ঝিনাইগাতীতে ‘কোচ ভাষা’ বইয়ের উদ্বোধনঝিনাইগাতীতে বালি বোঝাই ট্রলির চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুশ্রীবরদীতে ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা Post Views: ১৬৭ SHARES শেরপুর বিষয়: