নাটোর জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩ নাটোর জেলার পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। ২২ অক্টোবর রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌছিলে ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান নাটোরের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম। পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন শেষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন তিনি। মতবিনিময় সভায় ডিআইজি আনিসুর রহমান বলেন, সাধারণ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা ছাড়া পুলিশ কখনও সফলভাবে দায়িত্ব পালন করতে পারেনা। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের লক্ষ্যে গণসংযোগ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন তিনি। ওইসময় তিনি জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের ধৈর্যের সাথে দায়িত্ব পালন এবং বিনয়ী হওয়ার নির্দেশ প্রদান করেন। ওইসময় নাটোরের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:ইসলামপুরে শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনকেউ গুজবে কান না দেবেন না, জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রীঘন কুয়াশায় হবিগঞ্জে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ৩ Post Views: ২১৯ SHARES সারা বাংলা বিষয়: