শাপলা চত্বর থেকে জামায়াত নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আজ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। যদিও এখনো পর্যন্ত মহাসমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তবে, ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এ অবস্থায় সমাবেশের চেষ্টা করা হলে প্রতিহত করার কথা জানিয়েছে পুলিশ। এদিকে, জামায়াতের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সকাল ৯টার দিকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। তারা একটু দূরে গলিতে অবস্থান নেন। তবে কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি। বেশ শান্তিপূর্ণভাবেই মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় জামায়াতের নেতাকর্মীদের। জামায়াতের নেতাকর্মীরা বলেন, স্বাধীন দেশে সবাই সমাবেশ করবে। আমরাও সাংবিধানিকভাবে সমাবেশের অধিকার রাখি। এসময় দলটির আরও সমর্থকদের জড়ো হতে দেখা যায়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি রাশেদ বলেন, ‘মতিঝিল ও আশপাশে কোনো ব্যক্তি থাকবে না। একটি পাখিও থাকতে পারবে না।’ এরপর সবাইকে মূল সড়ক থেকে সরিয়ে দেন তিনি। তবে, শাপলা চত্বর এলাকার আশপাশের গলিতে জামায়াত সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ওই এলাকায় পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। Related posts:ইতিহাস বিকৃত করা একশ্রেণির মজ্জাগত সমস্যা : প্রধানমন্ত্রীএ বছর পিইসি পরীক্ষা হচ্ছে নাভিসানীতিতে কারা নিষেধাজ্ঞায় পড়েছেন জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ১৮০ SHARES জাতীয় বিষয়: