সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩ হারুন অর রশিদ দুদু : গত ২৮ অক্টোবর ২০২৩ শনিবার রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ঝিনাইগাতী মেইন রোডের ঐতিহাসিক আমতলায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, শেরপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান ধলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, সাংবাদিক জিয়াউল হক, রিপোটার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চানসহ অন্যান্যরা। ওইসময় বক্তারা বিএনপির সমাবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তারপরও সাংবাদিকদের টার্গেট করে তাদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। একইসাথে একজন পুলিশ সদস্যকে হত্যা ও প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায়ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন। Related posts:শেরপুরে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এ কেমন বিষেদগার!শেরপুর সদর উপজেলার ১৪ ইউপিতে ভোট গ্রহণ শুরুঅবশেষে দীর্ঘ প্রতিক্ষিত রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে শেরপুর Post Views: ২৩২ SHARES শেরপুর বিষয়: