শেরপুরে স্বতন্ত্র মেয়রপ্রার্থী আধারের প্রচারণার মাইক-ইজিবাইক ও কেন্দ্র ভাঙচুর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী প্রচারণার মাইক ও ব্যাটারিচালিত ইজিবাইকসহ নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শহরের জেলা সদর হাসপাতাল রোডে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মোড়ে ওই ভাঙচুর চালায় কয়েকজন সন্ত্রাসী। ওইসময় মাইক প্রচারক ও ইজিবাইক চালককেও লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। সেইসাথে নৌকার প্রচারণা ছাড়া অন্য কোন প্রার্থীর প্রচারণা করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া শহরের পূর্বশেরী নির্বাচনী কেন্দ্র, দিঘারপাড় কলকল বাজার কেন্দ্র ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যায়, শনিবার দুপুর ২টা থেকে শহরের বিভিন্ন জায়গায় কয়েকটি মাইক ও ইজিবাইক দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী প্রচারণার জগ প্রতীকের প্রচারণা চলছিল। সন্ধ্যা ৭টার দিকে মাইক প্রচারণার একটি ইজিবাইক শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মোড়ে পৌঁছলে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল ইজিবাইক থামিয়ে মাইক ও ইজিবাইক ভাঙচুর করে। ওইসময় প্রচারক জাহিদুল ও ইজিবাইক চালক রুমান মিয়াকে লাঞ্ছিত করে। এর একটু পর ডিজিটাল মাইক সার্ভিসের আরও একটি মাইক ভাঙচুর এবং প্রচারক সোহেল মিয়া ও ইজিবাইক চালক উসমান মিয়াকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, গত কয়েকদিনে শহরের পূর্বশেরী, দিঘারপাড় কলকল বাজার কেন্দ্র ভাঙচুর ও বন্ধ করে দেওয়াসহ বারাকপাড়া এলাকায় প্রচারণার মাইক ভাঙচুর এবং নানাভাবে বিভিন্ন কেন্দ্রে আমার কর্মী-সমর্থকদের হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে অবহিত করা হয়েছে। আজকের ঘটনাতেও থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমার জগ প্রতীকের সুসংহত অবস্থান দেখে একজন প্রার্থীর সমর্থকরা এরকম হামলা চালাচ্ছে- যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায়। Related posts:শেরপুরে ফেসবুকে ছবি দেখে ৮ মাস পর বাকপ্রতিবন্ধী বাবাকে খুঁজে পেলো ছেলেঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার বিতরণপথচারীদের সচেতন করতে ঝিনাইগাতীতে কঠোর অবস্থানে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন Post Views: ২৫৯ SHARES শেরপুর বিষয়: