নালিতাবাড়ীতে নবান্ন উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের নবান্ন উৎসব। বুধবার (১৫ নভেম্বর) সকালে নবান্নকে স্বাগত জানিয়ে শহরের সেঁজুতি অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাটির উনুনে রাখা পাতিলের ঢাকনা উঠিয়ে নবান্ন উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার গোলাম ফারুক।

বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন জয়জিৎ দত্ত শ্যামল, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি মান্নান সোহেল, সম্পাদক মনিরুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান লিটন, প্রভাষক স্বপ্না চক্রবর্তী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান।