ইসরায়েল ‘সন্ত্রাসী রাষ্ট্র’ : এরদোয়ান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। পার্লামেন্টে আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, হামাস কোনো ‘সন্ত্রাসী সংগঠন’ নয়। এটি ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কি না তা ঘোষণা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তুর্কি নেতা। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাজ করবে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার নিন্দা জানিয়ে সোচ্চার ছিলেন এরদোয়ান। Related posts:বিল গেটস ও মেলিন্ডার ২৭ বছরের সংসারে বিচ্ছেদ‘গুম নিয়ে কথা বলার আগে সঠিক তথ্য নিয়ে কথা বলা উচিত’ বিবিসিকে প্রধানমন্ত্রীমিয়ানমার সংকটের টেকসই সমাধানের আহ্বান বাংলাদেশের Post Views: ১৮২ SHARES আন্তর্জাতিক বিষয়: