ফিফা র্যাংকিংয়ে ৩ ধাপ এগোচ্ছে বাংলাদেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯ অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করার সুবাদে ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে ৮৩ ধাপ পিছিয়ে থাকা দলের সঙ্গে ড্র করায় অবনমন হচ্ছে ভারতের। ফিফার র্যাঙ্কিং সিস্টেম বলছে, গত ১৫ অক্টোবরের ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশ ১৮৭ থেকে ১৮৪ নম্বরে চলে আসবে। আর ভারত ১০৪ থেকে নেমে যাবে ১০৭ নম্বরে। বিশ্বকাপ বাছাই পর্বের বিভিন্ন অঞ্চলের ম্যাচগুলো শেষ হওয়ার পর আগামী ২৪ অক্টোবর এই নতুন ফিফা র্যাংকিং প্রকাশিত হবে। সেখানেই র্যাংকিংয়ের এই আপডেট যোগ হবে বাংলাদেশের সঙ্গে। Related posts:বিয়ের একযুগ পূর্তিতে সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা শিশিরেরআফিফের ব্যাটে লজ্জা এড়িয়ে জয় বাংলাদেশেরলজ্জার হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের Post Views: ১৮৪ SHARES খেলাধুলা বিষয়: