দুই লাখ মেট্রিক টন আমন চাল কিনবে সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩ চলতি মৌসুমে অভ্যন্তরীণ উৎস হতে আরও দুই লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দেড় লাখ মেট্রিক টন সিদ্ধ ও পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। যে সকল মিল চলতি আমন সংগ্রহ ২০২৩-২৪ মৌসুমে চুক্তি করেছে কেবল তাদের অনুকূলে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে। এ সংগ্রহ কার্যক্রম আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে খাদ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নিদের্শনা দেয়া হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় অভ্যন্তরীণ উৎস থেকে আমন মৌসুমে দুই লাখ মেট্রিক টন আমন ধান, চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমন ধানের সরকারি ক্রয়মূল্য প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা এবং আতপ চালের মূল্য প্রতি কেজি ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। Related posts:অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল: কাদেরঈদের পর সেবার মানোন্নয়নে আবার মাঠে নামব: স্বাস্থ্যমন্ত্রীবিদ্যুতের অপচয় করবেন না : প্রধানমন্ত্রী Post Views: ১৪৪ SHARES জাতীয় বিষয়: