ঝিনাইগাতীতে শুভ বড়দিন পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার সকালে প্রার্থনা ও কেক কাটা এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয়। দিনটি পালন উপলক্ষে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে শুভ বড়দিনের কেক কাটেন ও প্রার্থনা পরিচালনা করেন, মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল ডেবিড দাস সিএসসি। বড়দিন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১৮টি গীর্জা সাজ সাজ রব পড়ে যায়। যীশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়ি বাড়ি চলে নগরকীর্তন। বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীরা ছিলেন ব্যস্ত। সমাজে মানুষে-মানুষে শান্তি স্থাপনের বার্তা নিয়ে উপসনালয়গুলোতে চলে প্রার্থনা। বড়দিন উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে সরকারী সাহায্য-সহযোগীতার পাশাপাশি দিনব্যাপী খ্রীষ্টান ধর্মপল্লীগুলোতে নেয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গীর্জা/উপসনালয়গুলোতে ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। Related posts:শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজিব হত্যা চেষ্টা মামলায় যুবক গ্রেফতারশেরপুর জেলা প্রশাসনকে ৬০ হাজার মাস্ক প্রদান করলো ব্র্যাকশেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে হত্যার অভিযোগ Post Views: ১৬৫ SHARES শেরপুর বিষয়: