ঝিনাইগাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের ২টি শ্যালো মেশিন ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের ২টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ২৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিটের দরবেশ তলা গারো পাহাড় নামক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই মেশিন আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। ওইসময় উপস্থিত ছিলেন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান ও বিজিবি সদস্যসহ সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য, গারো পাহাড়ের ঝোড়া ও ছড়া থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন কারীদের দুইটি ইঞ্জিন চালিত শ্যালো মেশিন সম্পূর্ণ ধ্বংস করা হয়। Related posts:শেরপুের তাঁত শিল্পের উন্নয়নে তাঁতীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভাঝিনাইগাতীতে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণনকলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত Post Views: ২০১ SHARES ঝিনাইগাতী বিষয়: