ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩ ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পিছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত সবাই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশ থেকে এবং অন্য তিনজনকে ট্রেনের সামনের অংশ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। Related posts:জামালপুরে পরকিয়ায় বিধবা গৃহবধু অন্ত:সত্ত্বা ॥ সালিশ বৈঠকে অস্বীকার করায় বিষপানে আত্মহত্যাকাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহতব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Post Views: ২২২ SHARES সারা বাংলা বিষয়: