৭ জানুয়ারি সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি (রোববার) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো। Related posts:সিএমএইচে নেওয়া হয়েছে হাসনাত আব্দুল্লাহকেকরোনায় আরও ৯৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০১৪সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : পরিবেশ উপদেষ্টা Post Views: ১৭১ SHARES জাতীয় বিষয়: