শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪ ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব হিমেল, সাংবাদিক জিএইচ হান্নান, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএসের রতন কুমার সাহা প্রমুখ। জেলা সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক আবু ইলিয়াস মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসানসহ স্থানীয় সাংবাদিকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সমাজসেবার উপকারভোগীরা উপস্থিত ছিলেন। Related posts:ঘূর্ণিঝড় মোখা‘র প্রভাব থেকে পরিত্রানের উদ্দেশ্যে ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভাযুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন সাবেক এমপি শ্যামলীশেরপুরে পৌর নির্বাচনে কেন্দ্র স্থাপনে বাধা-কর্মীদের হুমকির প্রতিবাদে আরও এক স্বতন্ত্র প্রার্থীর সংবা... Post Views: ১৩৯ SHARES শেরপুর বিষয়: