ঝিনাইগাতীতে নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুলের মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪ শেরপুরের ঝিনাইগাতীতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলামের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি রবিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের কার্যালয়ের সামনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আমিরুজ্জামান লেবু, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোফাজ্জল হোসেন চাঁন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। এর আগে উপজেলার প্রবেশদ্বার চেঙ্গুরিয়া কালিবাড়ী বাজার থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিবাদন জানিয়ে বিশাল একটি মোটরসাইকেল বহর ঝিনাইগাতীর সভাস্থল পর্যন্ত পৌঁছে। ওইসময় ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহমেদ বাদল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম। সভায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। Related posts:নকলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যুশেরপুরে ২ ইউএনওসহ সহকারী কমিশনারের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলাশেরপুরে শেখ হাসিনার জন্মদিনে জেলা যুব মহিলা লীগের কেক কাটা, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত Post Views: ১৩৫ SHARES শেরপুর বিষয়: