পুলিশ সদস্যরা জীবন দিয়ে স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রেখেছে : আইজিপি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ২০১৩-১৪ সালে এদেশের উন্নয়নের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধী চক্র। দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার একটি চক্রান্ত শুরু করেছিল। এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার চেতনাকে তারা টিকিয়ে রেখেছে। ৯ মার্চ শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, বাংলাদেশকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সব সময় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ বাহিনী এখন কার্যকর ভূমিকা পালনে সক্ষম। এই পুলিশ বাহিনী দেশের মানুষের আস্থার ঠিকানা। তারা যেকোনো ধরনের অপরাধে সক্ষমতা অর্জন করেছে। দিনে দিনে অপরাধের ধরন পরিবর্তনের কারণে নিত্যনতুন অপরাধের সংযোজন ঘটছে। এর সঙ্গে তাল মিলিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। Related posts:খুলনায় ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রীপুলিশের ওপর হামলা : ছাত্র ফেডারেশন-ছাত্র ইউনিয়ন নেতাসহ ১২ জনের নামে মামলাবিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির Post Views: ১১২ SHARES জাতীয় বিষয়: