ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৪ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে। বাড়ি ফেরা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ থেকে। এদিন ৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। শেষ দিনে ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। ১৩ মার্চ বুধবার বিকেল ৩টায় রেলভবনের সভাকক্ষে ডিজি সরদার সাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। এদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। ফিরতি টিকেট বিক্রি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৯ এপ্রিল ১৯ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি হবে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে কিনতে পারবেন। ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঢাকা থেকে বহির্গামী মোট ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। Related posts:ইসমাত আরা সাদেকের দেশপ্রেম ছিল অসামান্যঅস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ডআজ আন্তর্জাতিক পর্বত দিবস Post Views: ১৪৭ SHARES জাতীয় বিষয়: