নকলায় অন্তঃসত্ত্বা সতিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৪ শেরপুরের নকলার চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা সতিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৪ বছরের পলাতক আসামি আন্জুমানারা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ময়মনসিংহ সদর উপজেলার চরশসা জয় বাংলা বাজার থেকে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আঞ্জুমানারা বেগম নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মৃত নূরুল আমিন বৈঠার স্ত্রী। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাবের এই কর্মকর্তা জানান, জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের নূরুল আমিন বৈঠা তাঁর অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে রেখে আন্জুমানারা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এরই জেরে আন্জুমানারা বেগমের (শেফালী) প্ররোচনায় ও সহযোগিতায় নূরুল আমিন বৈঠা বিগত ২০০৫ সালের ৫ এপ্রিল তাঁর অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার পর থেকেই স্বামী–স্ত্রী দুজনেই পালিয়ে যান। এরপর নূরুল আমিন বৈঠা মারা যান। পরবর্তীতে, আদালত সাক্ষ্য–প্রমাণ শেষে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১০ সালের ১৯ এপ্রিল আসামি আন্জুমানারা বেগমের অনুপস্থিতিতে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে (আঞ্জুমানারা) মৃত্যুদণ্ড দেন। এরপর গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের চরশসা জয় বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্জুমানারা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আবরার ফয়সাল সাদী। Related posts:শেরপুরের শ্রীবরদীতে নববধূর সাথে অভিমানে যুবকের আত্মহত্যাগৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ঝিনাইগাতীতে গ্রেফতার ১শেরপুরে বিদেশ ফেরত ৫৭জন হোম কোয়ারেন্টাইনে Post Views: ১৬৬ SHARES শেরপুর বিষয়: