শেরপুরে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৪ শেরপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শেরপুরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৩ মার্চ বুধবার সকাল শহরের বিভিন্ন সবজি ও ফলের বাজারে টানা অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এসময় অনিয়ম পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, রমজানে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বিক্রি করে। রমজানে প্রয়োজনীয় এমন পণ্যগুলোর দাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পণ্যগুলোর সরবরাহ ঠিক আছে কি না, তাও দেখা হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। Related posts:শেরপুরে মৃগী নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধারশ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারনকলায় ফুলের বাজারে ভালোবাসার উত্তাপ Post Views: ১২৬ SHARES শেরপুর বিষয়: