ঝিনাইগাতীতে দুধের গুণগত মান যাচাইকালে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৪

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে দুধের গুণগত মান যাচাইকালে পানি মিশ্রিত ভেজাল দুধ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী বাজার এলাকায় ১৮ মার্চ ২০২৪ সোমবার বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে দুধ বিক্রেতাদের হেফাজতে থাকা দুধের গুণগত মান যাচাই করা হয়। দুধে পানি মিশ্রিত করে ভেজাল দুধ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দিঘীরপাড় গ্রামের ছাবের আলীর পুত্র সাইদুলকে ৩০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। জব্দকৃত আনুমানিক ২০ লিটার দুধ এতিমখানায় বিতরণ করা হয়েছে।