নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ লাখ ঘনফুট বালু জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০ লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে নদীর পাড় ভেঙে ও নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো অসাধু কিছু বালু ব্যবসায়ী। পরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে উপজেলার কালাকুমা, তারানী, পানিহাতা, নাঁকুগাও ব্রিজসহ ইজারা বহির্ভূত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়৷ যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। পরে জব্দকৃত বালু নয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ও রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকার জিম্মায় রাখা হয়। এদিকে এঘটনায় অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। নয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ইউএনও স্যার আমাদের জিম্মায় রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রায় ৩০ লাখ ঘনফুট বালু জব্দ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের জিম্মায় রাখা হয়েছে। জব্দকৃত বালুর সুস্পষ্ট পরিমাণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে নিলামের মাধ্যমে জবকৃত বালু বিক্রি করা হবে। Related posts:শেরপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ইমাম নিহতশেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল খায়রুমশেরপুরে ট্রলিচাপায় হেলপার নিহত Post Views: ৬৮ SHARES শেরপুর বিষয়: