কোনো বিদেশি রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি : কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪ ভারতসহ কোনো বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৩ মার্চ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এখন কোনো রাজনৈতিক কোনো ইস্যু না থাকায় বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে। সিঙ্গাপুরে বসে মির্জা ফখরুল দমননিপীড়নের খবর নিচ্ছে। বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করে। কাদের আরও বলেন, ইফতার বিতরণ কার্যক্রম ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে। নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তবে এখন অনেক কিছু দাম কমতে শুরু করেছে। আরও কমবে। Related posts:স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদক পদে আলোচনায় যারাস্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল সম্পাদক বাবুবিএনপির সবকিছুতেই শর্ত এবং মামার বাড়ির আবদার : ওবায়দুল কাদের Post Views: ১৩৫ SHARES রাজনীতি বিষয়: