আগামীতে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪ পবিত্র রমজান মাসে সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের ৫২ সপ্তাহের মধ্যে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে সমন্বয় করা যায়, তাহলে রমজান ঘিরে স্কুল খোলা রাখা নিয়ে যারা এই অপপ্রয়াস চালাচ্ছে, তাদের সেই অপপ্রয়াস যাতে বন্ধ করতে পারি, সেই পরিকল্পনা করা হবে।’ ২৬ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমরা যার যার ধর্ম সে সে পালন করব। আপনারা দেখেছেন, এই রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে কী ধরনের অপপ্রচার হয়েছে! এই মহল আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে, মিথ্যা তথ্য দিয়ে রায় নিয়ে এসে যাতে বিশৃঙ্খলা এবং রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে, সে বিষয়ে আমরা কাজ করব। আমরা সংবেদনশীলতার জায়গায় অবশ্যই শ্রদ্ধাশীল।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। এসব মানুষের মধ্যে একধরনের মানুষ রয়েছে যারা অবিশ্বাস, সহিংসতামূলক মনোভাব এবং শ্রেষ্ঠত্বমূলক মনোভাব সৃষ্টি করে বিভিন্ন সময়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায়। পাঠ্যক্রম থেকে শুরু করে, পাঠ্যবইকেও অসিলা বানিয়ে তারা এসব অস্থিতিশীলতা তৈরি করে। আমরা অনেক ধর্মপ্রাণ ব্যক্তি এবং ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করেছি। তারা আমাদের অনেক উপদেশ দিয়েছেন, যাতে কেউ কোনো ধরনের বিতর্ক সৃষ্টির প্রয়াসই করতে না পারে। আমরা সব বিষয় আরও কেয়ারফুলি দেখব।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ধরনের ইঙ্গিত পেলেও সেটা নিরসন করা হবে। এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা শিক্ষাব্যবস্থাকে একধরনের গোঁড়ামির দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দীর্ঘদিন ধরে বিদ্যমান আছে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ। Related posts:ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হকঅনুমতি ছাড়া পবিত্র হজ করলে ১৫ লাখ টাকা জরিমানাআরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির Post Views: ১৩৬ SHARES জাতীয় বিষয়: