নকলায় নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততা ও জাতীয় যুবনীতি বাস্তবায়ন কল্পে শেরপুরের নকলায় সুইজারল্যান্ডের অর্থায়নে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ শুক্রবার বিকেলে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে নকলা প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার যুব ফোরামের আহ্বায়ক মোঃ নুর হোসেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসাইন, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম প্রমুখ।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় এতে প্রকল্পের চলমান কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসী।
এসময় উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান সাফিত, যুগ্ম আহ্বায়ক তমালিকা সূত্রধর, যুব সদস্য ও উদীয়মান সাংবাদিক রাফসান আহমেদ মেহেদি, হাসান মিয়া, গোলাম আহমেদ লিমনসহ যুব ফোরামের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।