নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে শেরপুরের নকলায় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘নারীর প্রতি সহিংসতা আর না, আর না’ এ শ্লোগানে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও সকল ধরনের নিপীড়নের প্রতিবাদে শেরপুরের নকলায় বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নকলা উপজেলার সকল স্তরের শিক্ষর্থীদের আয়োজনে ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের দপ্তর সম্পাদক হাসিবুল হাসান হাসিবের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক ওয়ালীউল্লাহ রাসু ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার উপ-ক্রীড়া সম্পাদক এবিএম মঈনুল হাছান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আহমেদ ও শ্যামল, শেরপুর সরকারি কলেজের জাহিদ হাসান ও আব্দুর রহিম প্রমুখ। বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জের নারী নির্যাতন, সিলেটের এমসি কলেজে গণধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার ও রায় কার্যকর করার দাবি জানান। মানববন্ধনে স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।