শেরপুরে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সদর উপজেলার বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্ম শেরপুর এর কার্যকরী সদস্য প্রফেসর (অব:) আবুল হাশেমের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র শেরপুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও যুব ফোরামের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, শেরপুর সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল সরোয়ার জাহান, নাগরিক প্লাটফর্ম শেরপুর এর যুগ্ম-আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ দুদু, তাহমিনা জলি, ফরিদ আহমেদ, মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌস, শহীদ মোস্তফা পাঠাগারের সাধারণ সম্পাদক প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, তন্ময় পাল, যুগল কিশোর, বৈশাখী টিভির সাংবাদিক বিপ্লব দে কেটু, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সানজিদা জেরিন, ফিল্ড অফিসার সাইফা উম্মাশীহ। আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক প্লাটফর্ম ও আস্থা প্রকল্পের যুব ফোরাম সদস্যরা সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে কীভাবে তাদের কার্যক্রম বাস্তবায়ন করবে- সে বিষয়ে অংশগ্রহণকারীগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। একই দিনে শেরপুর সদর উপজেলার যুব ফোরামের সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়ন করছে। Related posts:অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইগাতী মহিলা ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্তমামলা থেকে অব্যাহতি পেলেন নকলার সাংবাদিক শফিউজ্জামান রানাশেরপুরে তৃতীয় শ্রেণিপড়ুয়া ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার Post Views: ১২৩ SHARES শেরপুর বিষয়: