প্ল্যান ইন্টারন্যাশনালের ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ পে‌লেন শেরপুরের শা‌কিল মুরাদ

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

বাংলাদেশে বাল্য বিবাহ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ‘প্ল্যান মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ ‘আঞ্চলিক ক্যাটাগরিতে’ পে‌য়ে‌ছেন একাত্তর টে‌লি‌ভিশ‌নের শেরপুর জেলা প্রতি‌নি‌ধি শা‌কিল মুরাদ। ২০ ফেব্রুয়া‌রি রবিবার সকা‌লে জাতীয় প্রেসক্লা‌বে আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নের মাধ্যমে তা‌র হা‌তে সনদ, ক্রেষ্ট ও সম্মা‌নী তু‌লে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় ওই মিডিয়া অ্যাওয়ার্ডটি আয়োজন করা হয়।

পুরস্কার পে‌য়ে শা‌কিল মুরাদ ব‌লেন, মফস্বল পর্যায়ে এমন একটি উ‌দ্যোগ নি‌য়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলা‌দেশ, যা স‌ত্যিই প্রশংসনীয়। আ‌মি এই স্বীকৃতি আমার কর্মস্থল একাত্তর টি‌ভি‌র ‘দেশ‌যোগ‌’ টিম‌কে উৎসর্গ করলাম। আশা ক‌রি প্রতি বছরই এমন আ‌য়োজন কর‌বে এ সংগঠন‌টি।
একাত্তর টি‌ভির ‘একাত্তর জার্নাল’র উপস্থাপিকা মিথিলা ফারজানা সঞ্চালনায় অন্যান্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন জাতীয় প্রেসক্লা‌বের সভাপ‌তি ফ‌রিদা ইয়াস‌মিন, প্লান ইন্টারন্যাশনাল বাংলা‌দেশের গালর্স রাইট’র প‌রিচালক কাশ‌ফিয়া ফি‌রোজ, সংস্কৃ‌তি ব্যক্তিত্ব শাহনাজ খু‌শি প্রমুখ।
উল্লেখ্য, বাল্যবিয়ে প্রতিরোধে গণমাধ্যমে শক্তিশালী প্রতিবেদন দ্বারা অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস’ শীর্ষক এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠা‌নে বিভিন্ন ক‌্যাটাগ‌রির মোট ৯জন সাংবা‌দিককে ওই সম্মাননা দেয়া হয়।