ঝিনাইগাতীতে লটারীতে ঠিকাদার নির্বাচিত

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে ইজিপি লটারীতে ১০জন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ৮ এপ্রিল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ইজিপি লটারী অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নের জন্য উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১০টি প্যাকেজের বিপরীতে ইজিপি লটারীর মাধ্যমে ১ কোটি ৪০ লাখ টাকার মধ্যে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়। নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হল- মেসার্স আমেনা কনস্ট্রাকশন, মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজ, মেসার্স সাফওয়ান এন্টারপ্রাইজ, মেসার্স শেফালী কনস্ট্রাকশন, মেসার্স ফাতেমা কনস্ট্রাকশন এন্ড বির্ল্ডাস, মেসার্স গণি বিল্ডার্স, মেসার্স রনি এন্টারপ্রাইজ, মেসার্স আলহাজ্ব আজিজ এন্টারপ্রাইজ, মেসার্স স্বর্ণালী-সজিব এন্টারপ্রাইজ, মেসার্স সাইফুল ট্রেডার্স।
লটারী ড্র্র চলাকালীন সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নানসহ সাংবাদিক ও বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এ সময় কাজের গুনগত মান ঠিক রেখে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।