ইরান-ইসরায়েল হামলায় অস্বস্তিতে আছি: বাণিজ্য প্রতিমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ঈদে দ্রব্যমূল্য নিয়ে স্বস্তি ছিল। কিন্তু সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছি। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রভাব বাজারে পড়বে। এসব চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, তা মোকাবিলা করতে হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। সামনে বাজেট, কিভাবে বাজেটে সহায়তা করতে পারি, সেটা নিয়ে কাজ করব। সারা বছর পণ্যের নিরবচ্ছিন্ন সাপ্লাই নিশ্চিত করতে চায় সরকার জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া হবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি মানুষকে সহায়তা করে যাচ্ছে সরকার। Related posts:করোনা থেকে দেশবাসীকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি : প্রধানমন্ত্রীআজ মধ্যরাতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, নদীতে নামছেন জেলেরাজাবি উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত ইউজিসির কাছে জমা দিব: শিক্ষামন্ত্রী Post Views: ৬৪ SHARES জাতীয় বিষয়: