নকলা প্রেসক্লাবের কমিটি গঠন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ শনিবার নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ‘আলোকিত বাংলাদেশ’ পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার। নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে প্রশাসনের পক্ষ থেকে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্ত( ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট কাউসার আহাম্মেদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শেরপুর জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, জেলা পরিষদ সদস্য আন্জুমানারা বেগম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব নুরে আলম উৎপলসহ অনেকেই উপস্থিত ছিলেন। শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ ১০ সদস্যের পর্যবেক্ষণ কমিটি এই নির্বাচনে উপস্থিত ছিলেন। এই নির্বাচনে আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন শেরপুর কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ ও অপরাধ তথ্যচিত্রেরনকলা উপজেলা প্রতিনিধি আলহাজ মাহবুবর রহমান। মোট ২৬ জন ভোটারের মধ্যে ৯ টি পদে ১৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন । Related posts:আজ নালিতাবাড়ী মুক্ত দিবসশ্রীবরদীতে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বাশেরপুরের চরাঞ্চলে উদয়ন গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ Post Views: ২২৭ SHARES শেরপুর বিষয়: