প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ, পাস ২৩০৫৭ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৭,৩৬৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২১ এপ্রিল রবিবার এই ফল প্রকাশ হয়। এতে দেখা যাচ্ছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৫৭ জন। গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। Related posts:বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে সংগ্রাম করে যাচ্ছেন : কাদেররোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা রয়েছে: প্রেস সচিবইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই: প্রধানমন্ত্রী Post Views: ৭২ SHARES জাতীয় বিষয়: