উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ঝিনাইগাতীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪ হারুন অর রশিদ দুদু : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল। মতবিনিময় সভায় ৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, নির্বাচনী বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। Related posts:ঝিনাইগাতী বাজারের প্রধান সড়কের বেহাল দশাগজনী অবকাশে পর্যটন মোটেল নির্মাণের স্থান পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব৬ষ্ঠ বর্ষে বিডি আইটি জোন Post Views: ৮০ SHARES শেরপুর বিষয়: