নকলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪ ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের নকলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৪ পালিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হান্নান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিতসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ এপ্রিল কে “জাতীয় আইনগত সহায়তা দিবস” হিসেবে ঘোষণা করেছেন। সে থেকে গত কয়েক বছর ধরে সারাদেশে এ দিবসটি গুরুত্ব সহকারে পালিত হচ্ছে। সর্বোপরি, সর্বোচ্চ প্রচার ব্যবস্থার মাধ্যমে এই দিবসের বিস্তৃৃতি বাংলাদেশের প্রতিটি মানুষের বিশেষ করে গ্রামাঞ্চলের অসচ্ছল মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেয়া খুবই জরুরী। Related posts:শেরপুরে এবার সাবেক এমপি শ্যামলীর ইফতারী, পিপিই ও ঈদবস্ত্র পেলো ইমাম-মোয়াজ্জিনরাশেরপুরে ঘুড়ি উড়াতে গিয়ে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যুশেরপুরে ৩৭তম শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Post Views: ৮০ SHARES শেরপুর বিষয়: