অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করুন : হবিগঞ্জে প্রধান বিচারপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ২, ২০২৪ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও ন্যায় কুঞ্জ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় আইনজীবীদের তিনি এই আহ্বান জানান। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির হল রুমের ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইন পেশাকে জীবিকা হিসাবে ব্যবহার না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। বার বেঞ্চ উভয়ই একজন আরেকজনের পরিপূরক কেউ কারো প্রতিপক্ষ নন। অনুষ্ঠানে তিনজন আইনজীবীকে আইন পেশায় ৫০ পূর্তি হওয়ায় তাদের সংবর্ধনা দেয়া হয়। Related posts:রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমানের নেতৃত্বে উদ্ধার হলেন অবরুদ্ধ রাবি ভিসিজামালপুরে বিজিবির হাতে প্রায় ৯ লাখ টাকার মাদক উদ্ধারজামালপুরে ডিসি অফিসের কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, আটক ১ Post Views: ১২৮ SHARES সারা বাংলা বিষয়: