ঝিনাইগাতীতে মানসিক ভারসাম্যহীন নারীর স্থান হল সরকারি আশ্রয় কেন্দ্রে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ৩, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তায় ঘুরে বেড়ানো আমেনা নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর আশ্রয় মিলল সরকারি আশ্রয় কেন্দ্রে। স্থানীয় স্বেচ্ছাসেবী শান্ত সিফাত এর মাধ্যমে জানা যায়, ২ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ ভবনের সামনে মানসিক ভারসাম্যহীন নারীকে ঘুরাঘুরি করতে দেখেন তিনি। ওই নারীর নাম আমেনা, বয়স আনুমানিক ২৮ বছর। বাবার নাম কুদ্দুস মিয়া ও মায়ের নাম শরিফা। কিন্তু মানসিক ভারসাম্যহীন ওই নারী তার ঠিকানা বলতে পারে না। পরে বিষয়টি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে জানালে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে খাবারের ব্যবস্থা করেন এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন শান্তকে। ৩ মে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় সমাজসেবার মাধ্যমে গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে। ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার দ্রুত হস্তক্ষেপে ওই নারীকে সরকারি আশয় কেন্দ্রে পাঠানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলাবাসী। Related posts:শেরপুর দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক গ্রামীণ পর্যালোচনা (পিআরএ) বিষয়ে তথ্য যাচাইকরণ সভাশেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করলেন পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ Post Views: ৯৪ SHARES শেরপুর বিষয়: