শেরপুরে জেলা পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ৩, ২০২৪

শেরপুরে জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম। শুক্রবার (৩ মে ) বেলা ৩ টায় পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার এবং জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে।


পরে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের বিভিন্ন দপ্তর অস্ত্রাগার, ক্লথিং স্টোর, ডি-স্টোর, পুলিশ লাইন্স মেস, ক্যান্টিন, ব্যারাকসহ রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার এস এম আবু ছাইদ হিরণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।