উপজেলা নির্বাচন উপলক্ষে শেরপুরে নির্বাচনকালীন দায়িত্ব পালন সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ৬, ২০২৪ আগামী ৮ মে অনুষ্ঠিতব্য শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৬ মে সোমবার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ওই নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা। ওইসময় তিনি, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন। ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এস এম আবু ছাইদ হিরণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ঐতিহ্যবাহী ‘ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের যাত্রা শুরুশেরপুরে পুলিশ লাইন্স একাডেমিতে শিক্ষকদের সাথে ভাবনা বিনিময় সভা অনুষ্ঠিতসীমান্তে নিহত শেরপুরের ঔষধ ব্যবসায়ী রেজাউলের মরদেহ ফেরত দিলো বিএসএফ Post Views: ১৪৮ SHARES শেরপুর বিষয়: