শেরপুরে সদর থানার উদ্যোগে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪

শেরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার সকালে সদর থানা পুলিশের উদ্যোগে শহরের নবারুণ পাবলিক স্কুলের শিক্ষার্থীদের সাথে ওই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক।


ওইসময় তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং হচ্ছে সামাজিক ব্যাধি। আমাদের এসব ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। এছাড়া মোবাইল ফোনের অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।
সভায় নবারুণ পাবলিক স্কুলের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপলসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।