‘শ্রীবরদী রক্তসৈনিক’ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ’রক্তসৈনিক বাংলাদেশ’র শ্রীবরদী উপজেলা শাখার আনুষ্ঠানিক যাত্রা ও কমিটির সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত। ‘শ্রীবরদী রক্তসৈনিক’র নবগঠিত সভাপতি সাজিদ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু। ওইসময় বিশেষ অতিথি হিসেবে সংগঠনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সহ সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মোঃ আশরাফুল আলম এবং সহ সভাপতি আল আমিন, সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক অন্তিপ অনিক,যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার মুরাদ। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শ্রীবরদী রক্তসৈনিক এর উপদেষ্টা মন্ডলী সদস্য আহসান হাবিব শাকিল ও জিয়াউল হক জেনারেল।
পরে সকলের উপস্থিতিতে আগামী ২ বছরের জন্য রক্তসৈনিক বাংলাদেশ এর শ্রীবরদী উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে কমিটির সদস্যদের পরবর্তী দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন শ্রীবরদী রক্তসৈনিক এর সিনিয়র সহ সভাপতি পি কে এস দ্বীপন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বিদ্যুৎ, কামরুল হাসান শান্ত, রাকিব মিয়া, তুষার, জাহিদুল ইসলাম জাহিদ,আশরাফুল, রুমান, জুয়েল, মুকরামিন, ইমরান, রাশেদ, সানজিমুল ইসলাম শাহীন,এস এম জাকির তালুকদার, লুৎফর, উসমান, আবু নাঈম, রবিউল, সোহেল, সাব্বির জয়, আকরাম, মনির, কবির, হোসেন, মোঃ রুবেল, পারভেজ মিয়া, বাবুল, লিমন, মিজান, জাকারিয়া, বাবু, জাহাঙ্গীর প্রমুখ।
পরে রক্তসৈনিক বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি পি কে এস দ্বীপন বলেন, আমরা অনেক দিন থেকেই রক্তসৈনিক জেলা টিমের সঙ্গে মানুষের সেবাই মুমূর্ষু রোগীর জীবন বাচাতে রক্ত নিয়ে কাজ করে যাচ্ছি এখন যেহেতু উপজেলা টিম গঠন হয়েছে তাই এখন সবাইকে সঙ্গে নিয়ে আরও বেশি সেবা দিতে পারবো।