শ্রীবরদীতে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থাগারের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪ বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ মে শুক্রবার অনুষ্ঠানিকভাবে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে ওই মুজিব কর্নার এবং কাজল গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজের সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। ওইসময় সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ান ইফতেখার, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিথী আক্তার, রানীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ সাজ মাস্টারসহ কলেজের শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে নবান্ন উৎসব অনুষ্ঠিতঝিনাইগাতীতে নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ইমামেরশ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ১০৩ SHARES শেরপুর বিষয়: