শেরপুরে ডিসি লেকে আবার চালু হলো প্যাডেল বোট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

শেরপুরের ডিসি লেকে আবারও প্যাডেল বোট চালু করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার ওই প্যাডেল বোটের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় তিনি বলেন, শেরপুরবাসীর চিত্তবিনোদনের জন্য ডিসি লেকে এই প্যাডেল বোট চালু করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্যাডেল বোট চলবে। নির্দিষ্ট পরিমাণ ভাড়ার বিনিময়ে সকল পর্যায়ের লোকজন প্যাডেল বোটে উঠতে পারবেন।
প্যাডেল বোট উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, এনডিসি জিএমএ মুনীবসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ডিসি লেকের সৌন্দর্যবর্ধন শেষে লেকে প্রথমবারের মতো প্যাডেল বোট চালু করা হয়েছিল। পরবর্তীতে লেকের খননকাজের জন্য প্যাডেল বোট বন্ধ করে দেওয়া হয়।