ঝিনাইগাতীতে নবাগত ইউএনও’র বরণ অনুষ্ঠান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়েছে। ২৬ মে রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেলকে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ। সভায় গত ২৩ মে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে নামজারীর ক্ষেত্রে সহজীকরণ উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রথম স্থান লাভ করায় ঝিনাইগাতীর এসিল্যান্ড আশরাফুল কবীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। Related posts:গজনী অবকাশে পর্যটন কেন্দ্রে ফুড কর্ণার ও পানির পাম্প উদ্বোধন করলেন জেলা প্রশাসকশেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি ॥ শেরপুর-জামালপুর মহাসড়ক পানির নিচেশেরপুরে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ইউপি নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা Post Views: ১০৫ SHARES শেরপুর বিষয়: