নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ১, ২০২৪

শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরাধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জাতীয় পুষ্টি সেবা শাখার বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি) ডা. ওলি উল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাওসার বিদ্যুৎ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীগন,নকলা হাসপাতালে কর্মরত চিকিৎসক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।