ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ২, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২ জুন ২০২৪ রবিবার দুপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এ ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান ও ক্ষতিগ্রস্ত এলাকার ইউপি সদস্য এবং উপকারভোগীগণ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩ জনকে ১৫ ব্যান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উল্লেখ্য, ৩০ মে গভীর রাতে ঝিনাইগাতীতে ঘূর্ণিঝড় হয়। এতে করে উপজেলার কয়েকটি ইউনিয়নের অসহায় মানুষের বাড়ি ঘরের ক্ষতি সাধিত হয়। এরই প্রেক্ষিতে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। Related posts:শেরপুরে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলিঝিনাইগাতীতে জমি বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার অসহায় রিক্সা চালকশেরপুরে র্যাবের অভিযানে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Post Views: ৯৩ SHARES শেরপুর বিষয়: