ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২ হারুন অর রশিদ দুদু : “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ, নারীর নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মান্নান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিহা সুলতানা, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ওসিসি ঝিনাইগাতীর প্রতিনিধি ফরিদ আহম্মেদ প্রমুখ। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। Related posts:না ফেরার দেশে চলে গেলেন শেরপুরের বিশিষ্ট ধান-চাউল ব্যবসায়ী নবী মোল্লাশ্রীবরদীতে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালাশ্রীবরদীর ভেলুয়ায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি স্বতন্ত্র প্রার্থী জুবায়েরের Post Views: ১৯৯ SHARES শেরপুর বিষয়: