নকলায় উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সপ্তাহ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (০৮-১৪ জুন) সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার ০৮ জুন সকালে এ উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন। উপসহকারী ভূমি কর্মকর্তা হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সরকারি হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর প্রমুখ বক্তব্য রাখেন। জনসচেতনতামূলক সভা শেষে ভূমিসেবা সংক্রান্ত ও ভূমি সংশ্লিষ্ট বিষয়াবলীর উপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলেদেন। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। Related posts:করোনা সংক্রমণরোধে শেরপুরে মাঠে নেমেছে সেনাবাহিনীহেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার কমিটি গঠনশেরপুরে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার Post Views: ৮৬ SHARES শেরপুর বিষয়: