শেরপুরের বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু আর নেই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২ শেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বেতারের শেরপুর নগর প্রতিনিধি তালাপতুফ হোসেন মঞ্জু (৬৯) আর নেই। তিনি ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা শহরের সজবরখিলা মহল্লার ভাড়া বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক দূর্বলতাসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ বেতারের সাবেক মহা পরিচালক শাহজাদী আঞ্জুমান আরা মুক্তির বড় ভাই। এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আসর শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় চাপাতলি পৌর কবরস্থানে দাফন করা হবে। জানা যায়, ছাত্রলীগ মনোনীত শেরপুর সরকারী কলেজের সাবেক দুই দুই বারের জিএস এই বীর যোদ্ধা মহান মুক্তিযুদ্ধে একজন গেরিলা যোদ্ধা ছিলেন। ১৯৭১ সালে ৭ ডিসেম্বর একদল মুক্তিযোদ্ধা নিয়ে যুদ্ধ করতে করতে তিনি শেরপুর আসেন। ওইদিন শেরপুর হানাদার পাকিস্তানী মুক্ত হয় । যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিচারের দাবিতেও তিনি দীর্ঘদিন রাজপথ কাঁপিয়েছেন। তিনি শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য। এছাড়া তিনি শেরপুর সমকাল সুহৃদ সমাবেশের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন।তিনি সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, শেরপুরের প্রাক্তন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরো, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাসানী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। Related posts:গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ঝিনাইগাতীতে গ্রেফতার ১শেরপুরে সন্ত্রাসী হামলায় প্রচারণার মাইক ভাঙচুর ॥ সুষ্ঠু পরিবেশের দাবি স্বতন্ত্র মেয়র প্রার্থী আধারেরনালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন Post Views: ১৮৪ SHARES শেরপুর বিষয়: