নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরে রেখেছে পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪ নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে এই বাড়িটি ডুয়েটের সাবেক প্রফেসর মো. আব্দুল মান্নানের। পুলিশ জানায়, গোয়েন্দা নজরদারির ফলে বাড়িটি বেশ কিছুদিন ধরে সন্দেহজনক মনে হয়। এরপর থেকে পুলিশ বাড়িটিকে আরও কড়া গোয়েন্দা নজরদারিতে রাখে। বাড়িটির ভেতর একটি ফিশারি পুকুরও রয়েছে। পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ প্রাথমিকভাবে জানিয়েছিলেন, তারা একটি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি পেয়েছে। এর কিছুক্ষণ পর ফের পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ ও এন্টিটেররিজমের অতিরিক্ত ডিআইজি আসাদুল্লাহ চৌধুরী ঘিরে রাখা বাড়িটির বাইরে এসে সাংবাদিকদের জানান, তারা একটি সাউন্ড প্রুফ কক্ষ, বুলেট ফ্রুপ জ্যাকেট, হ্যান্ডকাফসহ নানা প্রশিক্ষণ সরঞ্জাম পেয়েছেন। একটি ব্যায়ামাগার রয়েছে। খেলনা একে ফোরটি সেভেনসহ বিভিন্ন খেলনা পিস্তল আছে। সবকিছু বিবেচনায় নিয়ে বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসা পর্যন্ত বাড়িটি ঘিরেই রাখা হবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ এছাড়া বাড়ির মালিককে ঢাকা থেকে আসতে বলা হয়েছে। Related posts:মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানময়মনসিংহে ১০৩ প্রকল্পের উদ্বোধন-ভিত্তিস্থাপন করলেন প্রধানমন্ত্রীজামালপুরে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত Post Views: ১০৩ SHARES সারা বাংলা বিষয়: